রবিবার, ১৪ মে, ২০২৩

The Vicious circle of Developing country AND Middle class Family

[বি. দ্র : প্রবন্ধটি চলমান, উক্ত প্রবন্ধটিকে পরবর্তীতে সাজিয়ে আরও সাবলীল করা এবং আরো অনেক গুরুত্বপূর্ণ বিষয় সাথে সংযুক্ত করা হবে]


Lives, job and experience are not same topics but all of those subjects are connected with a man . A live is a mission when a man born. A job is a challenge when a man joined. An experience is a key of all mission and challenge when that is used.




Job, Rules, and Honesty is not the same point of an employee. A company always wants an honest man but this honesty isn't real honesty that is made by their system and their rules. If we tell the definition of a job then we must call that a job is a following of many rules that is created by the company authority.


Where there is nepotism, accepting wrong decisions of the boss, excessive loyalty, even calling injustice as justice etc. All these are either because of some greed, or because of some interest.

Yet people work, and will do in the future, for their own needs, for a problem of their own, with economic problems, family problems, and career concerns. This is the main weakness of any company. Those who play with, the minds of millions of unemployed youth.


But we should respect all job . We should not make any discrimination that makes many questions. We should not make nepotism.



 চাকরি, নিয়ম এবং সততা একজন কর্মচারীর একই বিষয় নয়। একটি কোম্পানি সবসময় একজন সৎ মানুষ চায় কিন্তু এই সততা প্রকৃত সততা নয় যা তাদের সিস্টেম এবং তাদের নিয়ম দ্বারা তৈরি করা হয়। যদি আমরা একটি কাজের সংজ্ঞা বলি তাহলে আমাদের অবশ্যই বলতে হবে যে একটি চাকরি হল কোম্পানি কর্তৃপক্ষ দ্বারা তৈরি করা অনেক নিয়মের অনুসরণ। যেখানে রয়েছে স্বজন প্রীতি, বসের ভুল সিদ্ধান্তকে সাদরে গ্রহণ, অতিরিক্ত আনুগত্য, এমনকি অন্যায়কে ন্যায় বলা ইত্যাদি। এগুলো সবই হয় কিছুটা লোভের কারণে, বা কোন স্বার্থের কারণে।


তবুও মানুষ চাকরি করে , এবং ভবিষ্যতেও করবে নিজের প্রয়োজনে ও  নিজের কারণে, একটি সমস্যার জন্য । যা হলো তার অর্থনৈতিক সমস্যা, পরিবারের সমস্যা ও ক্যারিয়ারের কথা চিন্তা করে। এটাই হলো কোন একটি কোম্পানির প্রধান দুর্বলতার সুযোগ। যারা নিয়ে খেলা করে,  লক্ষ লক্ষ বেকার যুবকের মন ।


 কিছু কোম্পানি নিজের অদক্ষ স্বজনদের নিয়োগ দিয়ে, অদক্ষতার প্রমাণ দেয় বা কিছুটা নীতিগত দায়িত্ব পালন করে। ঐ সকল বেকার যুবকদের নিয়ে, অদক্ষ নিয়োগ প্রাপ্ত লোক গুলো নিজেদের কর্ম যোগ্যতা দেখানোর জন্য অতিরিক্ত কাজ চাপিয়ে দেয়া, রুগ্ন ও অসুস্থ আচরণ করা, অফিসিয়াল থেকে আনঅফিসিয়াল ব্যবহার করা , যা আমাদের দেশের জন্য অভিশাপস্বরূপ।


কিন্তু আমাদের উচিত সকল কাজকে সম্মান করা। আমাদের এমন কোনো বৈষম্য করা উচিত নয় যা অনেক প্রশ্ন তোলে। আমাদের স্বজনপ্রীতি করা উচিত নয়। আমাদের উচিত দক্ষতাকে সম্মান করা, দক্ষকে যোগ্য স্থানে নেয়ার জন্য, সকল কোম্পানির সঠিক, সৎ পরিকল্পনা করা।

শুক্রবার, ৩ সেপ্টেম্বর, ২০২১

পদ্মা মেঘনা

 পদ্মা, মেঘনা তোদের শুনেছি ,

ছোটবেলায় প্রাইমারি থেকে,  


চিনেছিলাম কৈশরের  দ্বাদশে, 

মানিক বন্ধ্যোপাধ্যায় এর উপন্যাসে.


১ম দেখা হয়েছিল রজনীতে , 

বন্ধুদের সাথে


মেঘনাকে দেখেছিলাম, 

জীবনের যাত্রায় দুর্ঘটনার

 পরের দিবালোকে, 

 

পদ্মাকে দেখেছি,

 দিনের আলোয়

 অনার্স  জীবনে।


 দেখিছি --

 তোদের অনেক দিনের পরে, 


থাকবি কি তোরা আমার এ জীবনে


ভালবাসী তোদের আমি, 

আপন করে 

ঠেলে দিস না আমায় দুরে ঠেলে.

মঙ্গলবার, ২৭ জুলাই, ২০২১

দু:খের সাথী

 আমরা সবাই হাসিখুশি 
তুমি কেন দু:খী ?
আমি বলি, দু:খ আমার চিরসাথী 
তাই তো আমি দু:খী 

মুখ যে বলে , আমি হাসি কিন্তু যে তোর মণ , 
তখন সে একা থাকে কেমন ?
মণ বলে , “দু:খকে আমি ভালবাসি 
তাইতো আমি মণ , 
থাকি পাথরের মতন ।

চোখ যে তখন মনের দিকে , 
চেয়ে শুধুভাবে 
তুই যে একা কাঁদতে পারিস,
তবুও তোর জল কিনারায়
 দেখি নি কোনক্ষন।

মন যে তখন চোখকে বলে ,
তুই কেন চেয়ে আছিস এমন ?
আমি যে ভাই , বড় দু:খী 
মোর যে নাই কোন সাথী ।

ও.. ভাই চোখ , তুই মোরে বল
দু:খকে কি কেউ করেছে বরন।
দু:খী থাকে বড় একা 
তার ভালবাসা থাকে ঢাকা 
তাই তো সবাই তাকে রে ,ভাই 
সারাক্ষন শুধু করে হেলা 
আমি তো ভাই ভাই দু:খের ভেলা ।

মুখ যে তখন , 
বাকা ঠোটে হেসে উঠে বলে   
ও মন , তুই এত ভাবিস কেন ?
রাতের পর দিন এভাবেই আসে ।
দু:খের ভেলা সুখের নীড়ে , 
যায় যে ভেসে ভেসে ।


মুখের কথা শুনে তো মন
নীরব হয়ে থাকে 
দুখের সাথী হয়ে যে মণ 
দু:খকে শুধু পোষে।





সোমবার, ২৬ জুলাই, ২০২১

অবুঝ ভালবাসা

 ভালবাসা মানে কি
 অফুরন্ত  হতাশা  ?
না ভালবাসা  মানে,
একটি মনের অবুঝ আশা।


ভালবাসা মানে কি ,
আত্মীয়তার বন্ধনে বাধা ?
না ভালবাসা মানে , 
একটি মনের নীরব কাঁদা ।


ভালবাসা মানে কি ,
যৌবনের লোভে পার্কে ঘোরা ।
না ভালবাসা মানে ,
দুইটি মনের মধুর ইচ্ছা ।


ভালবাসা মানে কি ,
কারও জন্য ঘুমকে আড়ি দেয়া ?
না ভালবাসা মানে ,
দুইটি হৃদয় দিয়ে কবিতা লেখা ।


ভালবাসা মানে কি ,
একটি হৃদয়ের জন্য অকাতরে কাঁদা ?
না , ভালবাসা মানে ,
দুইটি হৃদয়ের অবুঝ হাসা ।

ভালবাসা মানে কি ,
একটি হৃদয়ের সাথে যুদ্ধ করা ?
না , ভালবাসা মানে ,
দুইটি হৃদয় নিয়ে থাকা ।


আমার ভালবাসা মানে ,
 নয়রে আশা, নয়রে হতাশা ,
ভালবাসা মানে , অবুঝ আশা ,
    অবুঝ ভালবাসা ।





বাংলাদেশ

 শস্য-শ্যামলা সবুজমাখা ,
কোন সে দেশ ?

সে যে আমার জন্মভূমি 
প্রিয় বাংলাদেশ ।


শীত , গ্রীষ্ম,বর্ষায় রাঙা 

মধুর রঙে রঙ মাখা ,
সাদা মেঘের মাঠ ছোয়া 
রূপালি বাংলাদেশ ।


চারদিকে পানির খেলা
মন মাতানো ঢেউয়ের মেলা ।

শত মাছের স্বাদে ভরা ,
রঙীন বাংলাদেশ।

দিকদিগন্তে শস্যের মেলা 
দক্ষিনা বাতাসে ধানের চলা , 

বসন্ত বুকের কোলটি ঘেষা ,
অপূর্ব বাংলাদেশ ।

সহস্র রূপ আর গল্পে গাঁথা 
মনের রঙে রঙ মাখা , 
কোন সে দেশ ?


সে যে আমার মাতৃভূমি, প্রিয় বাংলাদেশ ।




জীবনের ইচ্ছা

                                               জীবনে হতে চাই অনেক বড়,
                                        যেখানে থাকবে না, ভয় ভীতি কোন।
                                               আমার হতে হবে অনেক বড় ।

 

                                               বাধা , আর দারিদ্রোর কষাঘাতে 
                                                 থাকবো কখনো পিছনে পড়ে,
                                                         জীবন যুদ্ধে যাব লড়াই করে ।


হতে চাই আমি সেই , ওমরের মতন।
নীতি দিয়ে করেছে যে,
 অর্ধেক পৃথিবী শ্বাসন ।


হতে চাই আমি সেই , উসমানের মতন ,
টাকা আর বিত্ত দিয়ে ,
জোগাব গরিবের মণ।

খোদা মোর আশাটুকু ,করিও কবুল ।
জীবন যুদ্ধে যাব লড়াই করে ,
থাকব না কখনো পিছনে পড়ে ।
 

শুক্রবার, ১৬ জুলাই, ২০২১

র্স্মাট আমি(কবিতা)

(১ম ঢাকায় আসার পর লিখেছিলাম 2017 সনে) 

হাতে চুড়ি, গলায় দড়ি ,
এটা কোন জীবন গড়ি ? 
মনটাকে বেধে রেখে ,
শুধু আমি জিজ্ঞেস করি ।


শতশত মিথ্যা বুলি,
জিজ্ঞাসিলে উত্তরে বলি।
আরে ভাই মজা করি ।
এটা কেমন চাটুকারি ?

ভিনদেশী চিত্রের মেলা ,
সংসারে ছলচাতুরির খেলা ।
অজ্ঞ থাকলে নাকো জানা,
তুমি হচ্ছ বোকা কানা ?

বন্ধু মানে হুক্কা -গাাঁজা 
এটা আবার কোন সাজা?
না করিলে তোমার পাওয়া ,
তুমি হচ্ছ আস্থ গাধা।




(আরও আছে)

The Vicious circle of Developing country AND Middle class Family

[বি. দ্র : প্রবন্ধটি চলমান, উক্ত প্রবন্ধটিকে পরবর্তীতে সাজিয়ে আরও সাবলীল করা এবং আরো অনেক গুরুত্বপূর্ণ বিষয় সাথে সংযুক্ত করা হবে] Lives, j...