রাসেলের মা চাচী
আজ সকালে একটা ফোন আসল, খুব তড়িঘড়ি করে আব্বুর ফোন টা রিসিভ করলাম , শুনলাম আমার এক চাচী মারা গেছেন, যার হাতে ছোটবেলা ভাত খাওয়া , গেলেই জিঞ্জেগেসিত সেই পুরোনো উক্তিটি আজ ও মনে পড়ে, তা যে ন এখন ও শুনতে পাই , রুবেল কেমন আছো, বাবা। তোর মা বাবা ?
আমার সাথে তার শেষ উক্তি টি ছিল, বাবা, রক্ত দিয়েও বাচাইতে পারলি না , ? আমি তার পশ্নের কোন জবাব দিতে পারি নি, শুধু বলেছিলাম , কাকী কিছুই হবে না, । আজ সে চলে গেল , হে ,আল্লাহ আমাকে ক্ষমা কর্ , তার উপর যে টুকু দায়িত্ব ছিল , তাও পালন করতে পারলাম না ? তাকে মাফ করে দিয়ে বেহেশত দান কর ? যারা ইয়াতীম হয়েছে, তারা যেন তোমার পথে আজীবন চলতে পারে সেই তৌফিক দান কর, আমীন।