শুক্রবার, ১৬ জুলাই, ২০২১

র্স্মাট আমি(কবিতা)

(১ম ঢাকায় আসার পর লিখেছিলাম 2017 সনে) 

হাতে চুড়ি, গলায় দড়ি ,
এটা কোন জীবন গড়ি ? 
মনটাকে বেধে রেখে ,
শুধু আমি জিজ্ঞেস করি ।


শতশত মিথ্যা বুলি,
জিজ্ঞাসিলে উত্তরে বলি।
আরে ভাই মজা করি ।
এটা কেমন চাটুকারি ?

ভিনদেশী চিত্রের মেলা ,
সংসারে ছলচাতুরির খেলা ।
অজ্ঞ থাকলে নাকো জানা,
তুমি হচ্ছ বোকা কানা ?

বন্ধু মানে হুক্কা -গাাঁজা 
এটা আবার কোন সাজা?
না করিলে তোমার পাওয়া ,
তুমি হচ্ছ আস্থ গাধা।




(আরও আছে)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Thanks by Hasib

The Vicious circle of Developing country AND Middle class Family

[বি. দ্র : প্রবন্ধটি চলমান, উক্ত প্রবন্ধটিকে পরবর্তীতে সাজিয়ে আরও সাবলীল করা এবং আরো অনেক গুরুত্বপূর্ণ বিষয় সাথে সংযুক্ত করা হবে] Lives, j...