(১ম ঢাকায় আসার পর লিখেছিলাম 2017 সনে)
হাতে চুড়ি, গলায় দড়ি ,
এটা কোন জীবন গড়ি ?
মনটাকে বেধে রেখে ,
শুধু আমি জিজ্ঞেস করি ।
শতশত মিথ্যা বুলি,
জিজ্ঞাসিলে উত্তরে বলি।
আরে ভাই মজা করি ।
এটা কেমন চাটুকারি ?
ভিনদেশী চিত্রের মেলা ,
সংসারে ছলচাতুরির খেলা ।
অজ্ঞ থাকলে নাকো জানা,
তুমি হচ্ছ বোকা কানা ?
বন্ধু মানে হুক্কা -গাাঁজা
এটা আবার কোন সাজা?
না করিলে তোমার পাওয়া ,
তুমি হচ্ছ আস্থ গাধা।
(আরও আছে)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
Thanks by Hasib