জীবনে হতে চাই অনেক বড়,
যেখানে থাকবে না, ভয় ভীতি কোন।
আমার হতে হবে অনেক বড় ।
বাধা , আর দারিদ্রোর কষাঘাতে
থাকবো কখনো পিছনে পড়ে,
জীবন যুদ্ধে যাব লড়াই করে ।
হতে চাই আমি সেই , ওমরের মতন।
নীতি দিয়ে করেছে যে,
অর্ধেক পৃথিবী শ্বাসন ।
হতে চাই আমি সেই , উসমানের মতন ,
টাকা আর বিত্ত দিয়ে ,
জোগাব গরিবের মণ।
খোদা মোর আশাটুকু ,করিও কবুল ।
জীবন যুদ্ধে যাব লড়াই করে ,
থাকব না কখনো পিছনে পড়ে ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
Thanks by Hasib