(2013 সনের পরিবার ছেড়ে নতুন জীবন শুরু। তখন মা কে স্মরন করে কবিতাটি। উৎসর্গ আমার প্রিয় মাকে )
মা, তুমি কেমন?
তোমার মত কেউ আদর করে না ।
মা, তুমি কোথায় ?
তোমার মত কেউ খুজে না ।
মা, তুমি কি অসুস্থ ?
তোমার মত কেউ জিজ্ঞেস করে না।
মা , তুমি খেয়েছ ?
তোমার মত কেউ খাইয়ে দেয় না।
মা, দেখ না কি হয়েছে?
তোমার মত কেউ আদরমাখা হাত বুলায় না ।
মা , তুমি কি ঘুমাবে ?
তোমার মত কেউ পাশে বসে না ।
মা , আমি কি যাব ?
তোমার মত কেউ নিষেধ করে না ।
মা , ওরা খেলে ,
কেউ যেতে বলে না ।
মা , আমি চলে যাই ,
তুমি আর কেদো না ।
মা, শোন একটা কথা ,
আমি তোমাকে কখনো ভুলে যাবো না ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
Thanks by Hasib