শুক্রবার, ১৬ জুলাই, ২০২১

মায়ের আদর (কবিতা)

  (2013 সনের পরিবার ছেড়ে নতুন জীবন শুরু। তখন মা কে স্মরন করে কবিতাটি। উৎসর্গ আমার প্রিয় মাকে )

মা,  তুমি কেমন?
         তোমার মত কেউ আদর করে না ।


মা, তুমি কোথায় ?
            তোমার মত কেউ খুজে না ।

মা, তুমি কি অসুস্থ ?
           তোমার মত কেউ জিজ্ঞেস করে না।


মা , তুমি খেয়েছ ?
          তোমার মত কেউ খাইয়ে দেয় না।


মা, দেখ না কি হয়েছে?
              তোমার মত কেউ আদরমাখা হাত বুলায় না ।

 মা , তুমি কি ঘুমাবে ?
            তোমার মত কেউ পাশে বসে না ।


মা , আমি কি যাব ?
             তোমার মত কেউ নিষেধ করে না ।

মা , ওরা খেলে ,
            কেউ যেতে বলে না ।

মা , আমি চলে যাই ,
   তুমি আর কেদো না ।

মা, শোন একটা কথা ,
      আমি তোমাকে কখনো ভুলে যাবো না ।



 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Thanks by Hasib

The Vicious circle of Developing country AND Middle class Family

[বি. দ্র : প্রবন্ধটি চলমান, উক্ত প্রবন্ধটিকে পরবর্তীতে সাজিয়ে আরও সাবলীল করা এবং আরো অনেক গুরুত্বপূর্ণ বিষয় সাথে সংযুক্ত করা হবে] Lives, j...