শুক্রবার, ৩ সেপ্টেম্বর, ২০২১

পদ্মা মেঘনা

 পদ্মা, মেঘনা তোদের শুনেছি ,

ছোটবেলায় প্রাইমারি থেকে,  


চিনেছিলাম কৈশরের  দ্বাদশে, 

মানিক বন্ধ্যোপাধ্যায় এর উপন্যাসে.


১ম দেখা হয়েছিল রজনীতে , 

বন্ধুদের সাথে


মেঘনাকে দেখেছিলাম, 

জীবনের যাত্রায় দুর্ঘটনার

 পরের দিবালোকে, 

 

পদ্মাকে দেখেছি,

 দিনের আলোয়

 অনার্স  জীবনে।


 দেখিছি --

 তোদের অনেক দিনের পরে, 


থাকবি কি তোরা আমার এ জীবনে


ভালবাসী তোদের আমি, 

আপন করে 

ঠেলে দিস না আমায় দুরে ঠেলে.

The Vicious circle of Developing country AND Middle class Family

[বি. দ্র : প্রবন্ধটি চলমান, উক্ত প্রবন্ধটিকে পরবর্তীতে সাজিয়ে আরও সাবলীল করা এবং আরো অনেক গুরুত্বপূর্ণ বিষয় সাথে সংযুক্ত করা হবে] Lives, j...