বুধবার, ১৫ মে, ২০১৯

The Prasite dream (পরবাস্তুময় স্বপ্ন )

যাত্রাটা শুরু করেছিলাম চারজনে , 

2017 সালের কোন এক দিনে মিজান স্যার এসে বলল, স্যার একটি প্রতিষ্ঠান দেয়ার আমার খুবই ইচ্ছা , আসেন আমরা মিলে একটা স্বপ্ন বুনি । আমি তখনই কিছু বললাম না , স্যার দেখি । কিছু দিন পেরুলে আমি ও আমার মিষ্টি বড় আপু জীবনের স্বপ্ন পূরনের লক্ষ্যে কিছু পরিকল্পনার তালিকা থেকে মিজান স্যারের পরিকল্পনাটাও মাথায় আসে। অনেকগুলো পরিকল্পনা থেকে তার পরিকল্পনাটাও বেছে নেয়া হয় , যা তখন সবাই সাদরে গ্রহন করে। সবার গনতান্ত্রিক মনোভাব নিয়ে কাজ করার উদ্দেশ্যে প্র্রত্যেকটি কাজ সবাই মিলে নেয়া হত যেমন নাম নির্বাচন , তবে এখানে মিজানের অভিজ্ঞতা , হাসুর সুপরিচিতা , তৃনার বোঝানোর ক্ষমতা ও বাড়ি, সুমনের সরলতা । আমরা চারজন ও আমাদের নির্ধারিত অভিবাবক বাড়িওয়ালার স্বমন্বয়ে বাড়িভাড়া কিছুটা বাড়িয়ে নির্ধারন করে , জামানত জমার তারিখ নির্ধারন করে । হাসু , সুমন কষ্ট করে ও তৃৃনা বাড়ির অজুহাতে   টাকা জমা দিলেও  মিজান কোন কারনে ফোন না ধরে হারিয়ে যায় । হাসুর পরাজয় মানার অভ্যাসটা নেই, তাই মিজানকে বাদ দিয়ে তিন জনকে নিয়েই এগিয়ে চলল। অনেক চড়াই উৎড়াই পেড়িয়ে চলতে হয়। এক্ষেত্রে কিছু ঘটনা না বললেই নয়,

The Vicious circle of Developing country AND Middle class Family

[বি. দ্র : প্রবন্ধটি চলমান, উক্ত প্রবন্ধটিকে পরবর্তীতে সাজিয়ে আরও সাবলীল করা এবং আরো অনেক গুরুত্বপূর্ণ বিষয় সাথে সংযুক্ত করা হবে] Lives, j...