বুধবার, ১৫ মে, ২০১৯

The Prasite dream (পরবাস্তুময় স্বপ্ন )

যাত্রাটা শুরু করেছিলাম চারজনে , 

2017 সালের কোন এক দিনে মিজান স্যার এসে বলল, স্যার একটি প্রতিষ্ঠান দেয়ার আমার খুবই ইচ্ছা , আসেন আমরা মিলে একটা স্বপ্ন বুনি । আমি তখনই কিছু বললাম না , স্যার দেখি । কিছু দিন পেরুলে আমি ও আমার মিষ্টি বড় আপু জীবনের স্বপ্ন পূরনের লক্ষ্যে কিছু পরিকল্পনার তালিকা থেকে মিজান স্যারের পরিকল্পনাটাও মাথায় আসে। অনেকগুলো পরিকল্পনা থেকে তার পরিকল্পনাটাও বেছে নেয়া হয় , যা তখন সবাই সাদরে গ্রহন করে। সবার গনতান্ত্রিক মনোভাব নিয়ে কাজ করার উদ্দেশ্যে প্র্রত্যেকটি কাজ সবাই মিলে নেয়া হত যেমন নাম নির্বাচন , তবে এখানে মিজানের অভিজ্ঞতা , হাসুর সুপরিচিতা , তৃনার বোঝানোর ক্ষমতা ও বাড়ি, সুমনের সরলতা । আমরা চারজন ও আমাদের নির্ধারিত অভিবাবক বাড়িওয়ালার স্বমন্বয়ে বাড়িভাড়া কিছুটা বাড়িয়ে নির্ধারন করে , জামানত জমার তারিখ নির্ধারন করে । হাসু , সুমন কষ্ট করে ও তৃৃনা বাড়ির অজুহাতে   টাকা জমা দিলেও  মিজান কোন কারনে ফোন না ধরে হারিয়ে যায় । হাসুর পরাজয় মানার অভ্যাসটা নেই, তাই মিজানকে বাদ দিয়ে তিন জনকে নিয়েই এগিয়ে চলল। অনেক চড়াই উৎড়াই পেড়িয়ে চলতে হয়। এক্ষেত্রে কিছু ঘটনা না বললেই নয়,

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Thanks by Hasib

The Vicious circle of Developing country AND Middle class Family

[বি. দ্র : প্রবন্ধটি চলমান, উক্ত প্রবন্ধটিকে পরবর্তীতে সাজিয়ে আরও সাবলীল করা এবং আরো অনেক গুরুত্বপূর্ণ বিষয় সাথে সংযুক্ত করা হবে] Lives, j...