আধুনিকতা ,তুমি কি দয়ার নেতা বলে,
গরীবের সম্পদ হরন ।
তুমি কি , সমাজসেবী , দয়ালু নেতার
হাজারো কথার বুলি ।
আধুনিকতা , তুমি কি ক্ষমতার লোভে,
বিক্রিত ঈমান ।
তুমি কি , সহজ সরল খুকির বিক্রি পেপারের,
অন্যায়ভাবে লুন্ঠনকারী ।
আধুনিকতা , তুমি কি সহজ সরল সালামের,
বিকৃত উত্তর ।
তুমি কি , ছোট ছেলেটার সেই পবিত্র সালামের ,
মনভাংগা বিদ্রুপকার ।
আধুনিকতা , তুমি কি নিরাপত্তার কঠোর চাদর বলে.
হাজার ,হাজার ,ধর্ষন, হত্যা আর জুলুম ।
তুমি কি , দাতার নামে বিজ্ঞাপনদাতা সেজে,
হাজারো চাটুকার ।
__Hasib
Modernity, do you say the leader of mercy,
Deprivation of wealth of the poor.
Are you a social worker, a kind leader?
Thousands of words.
Modernity, are you greedy for power,
Sold faith.
What are you, simple girl selling paper,
Unjustly plundering.
Modernity, are you a simple salute,
Distorted answer.
Are you, the little boy of that holy salutation,
Disappointing satirist.
Modernity, you say the strict sheet of security.
Thousands, thousands, rape, murder and oppression.
Do you, in the name of the donor, pretend to be an advertiser,
Thousands of flatterers.
Modernity, do you say free speech,
Insult to the great man.
Are you, in the name of development of the country,
Unbridled corruption.
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
Thanks by Hasib