সোমবার, ২৬ জুলাই, ২০২১

অবুঝ ভালবাসা

 ভালবাসা মানে কি
 অফুরন্ত  হতাশা  ?
না ভালবাসা  মানে,
একটি মনের অবুঝ আশা।


ভালবাসা মানে কি ,
আত্মীয়তার বন্ধনে বাধা ?
না ভালবাসা মানে , 
একটি মনের নীরব কাঁদা ।


ভালবাসা মানে কি ,
যৌবনের লোভে পার্কে ঘোরা ।
না ভালবাসা মানে ,
দুইটি মনের মধুর ইচ্ছা ।


ভালবাসা মানে কি ,
কারও জন্য ঘুমকে আড়ি দেয়া ?
না ভালবাসা মানে ,
দুইটি হৃদয় দিয়ে কবিতা লেখা ।


ভালবাসা মানে কি ,
একটি হৃদয়ের জন্য অকাতরে কাঁদা ?
না , ভালবাসা মানে ,
দুইটি হৃদয়ের অবুঝ হাসা ।

ভালবাসা মানে কি ,
একটি হৃদয়ের সাথে যুদ্ধ করা ?
না , ভালবাসা মানে ,
দুইটি হৃদয় নিয়ে থাকা ।


আমার ভালবাসা মানে ,
 নয়রে আশা, নয়রে হতাশা ,
ভালবাসা মানে , অবুঝ আশা ,
    অবুঝ ভালবাসা ।





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Thanks by Hasib

The Vicious circle of Developing country AND Middle class Family

[বি. দ্র : প্রবন্ধটি চলমান, উক্ত প্রবন্ধটিকে পরবর্তীতে সাজিয়ে আরও সাবলীল করা এবং আরো অনেক গুরুত্বপূর্ণ বিষয় সাথে সংযুক্ত করা হবে] Lives, j...