মঙ্গলবার, ২৭ জুলাই, ২০২১

দু:খের সাথী

 আমরা সবাই হাসিখুশি 
তুমি কেন দু:খী ?
আমি বলি, দু:খ আমার চিরসাথী 
তাই তো আমি দু:খী 

মুখ যে বলে , আমি হাসি কিন্তু যে তোর মণ , 
তখন সে একা থাকে কেমন ?
মণ বলে , “দু:খকে আমি ভালবাসি 
তাইতো আমি মণ , 
থাকি পাথরের মতন ।

চোখ যে তখন মনের দিকে , 
চেয়ে শুধুভাবে 
তুই যে একা কাঁদতে পারিস,
তবুও তোর জল কিনারায়
 দেখি নি কোনক্ষন।

মন যে তখন চোখকে বলে ,
তুই কেন চেয়ে আছিস এমন ?
আমি যে ভাই , বড় দু:খী 
মোর যে নাই কোন সাথী ।

ও.. ভাই চোখ , তুই মোরে বল
দু:খকে কি কেউ করেছে বরন।
দু:খী থাকে বড় একা 
তার ভালবাসা থাকে ঢাকা 
তাই তো সবাই তাকে রে ,ভাই 
সারাক্ষন শুধু করে হেলা 
আমি তো ভাই ভাই দু:খের ভেলা ।

মুখ যে তখন , 
বাকা ঠোটে হেসে উঠে বলে   
ও মন , তুই এত ভাবিস কেন ?
রাতের পর দিন এভাবেই আসে ।
দু:খের ভেলা সুখের নীড়ে , 
যায় যে ভেসে ভেসে ।


মুখের কথা শুনে তো মন
নীরব হয়ে থাকে 
দুখের সাথী হয়ে যে মণ 
দু:খকে শুধু পোষে।





সোমবার, ২৬ জুলাই, ২০২১

অবুঝ ভালবাসা

 ভালবাসা মানে কি
 অফুরন্ত  হতাশা  ?
না ভালবাসা  মানে,
একটি মনের অবুঝ আশা।


ভালবাসা মানে কি ,
আত্মীয়তার বন্ধনে বাধা ?
না ভালবাসা মানে , 
একটি মনের নীরব কাঁদা ।


ভালবাসা মানে কি ,
যৌবনের লোভে পার্কে ঘোরা ।
না ভালবাসা মানে ,
দুইটি মনের মধুর ইচ্ছা ।


ভালবাসা মানে কি ,
কারও জন্য ঘুমকে আড়ি দেয়া ?
না ভালবাসা মানে ,
দুইটি হৃদয় দিয়ে কবিতা লেখা ।


ভালবাসা মানে কি ,
একটি হৃদয়ের জন্য অকাতরে কাঁদা ?
না , ভালবাসা মানে ,
দুইটি হৃদয়ের অবুঝ হাসা ।

ভালবাসা মানে কি ,
একটি হৃদয়ের সাথে যুদ্ধ করা ?
না , ভালবাসা মানে ,
দুইটি হৃদয় নিয়ে থাকা ।


আমার ভালবাসা মানে ,
 নয়রে আশা, নয়রে হতাশা ,
ভালবাসা মানে , অবুঝ আশা ,
    অবুঝ ভালবাসা ।





বাংলাদেশ

 শস্য-শ্যামলা সবুজমাখা ,
কোন সে দেশ ?

সে যে আমার জন্মভূমি 
প্রিয় বাংলাদেশ ।


শীত , গ্রীষ্ম,বর্ষায় রাঙা 

মধুর রঙে রঙ মাখা ,
সাদা মেঘের মাঠ ছোয়া 
রূপালি বাংলাদেশ ।


চারদিকে পানির খেলা
মন মাতানো ঢেউয়ের মেলা ।

শত মাছের স্বাদে ভরা ,
রঙীন বাংলাদেশ।

দিকদিগন্তে শস্যের মেলা 
দক্ষিনা বাতাসে ধানের চলা , 

বসন্ত বুকের কোলটি ঘেষা ,
অপূর্ব বাংলাদেশ ।

সহস্র রূপ আর গল্পে গাঁথা 
মনের রঙে রঙ মাখা , 
কোন সে দেশ ?


সে যে আমার মাতৃভূমি, প্রিয় বাংলাদেশ ।




জীবনের ইচ্ছা

                                               জীবনে হতে চাই অনেক বড়,
                                        যেখানে থাকবে না, ভয় ভীতি কোন।
                                               আমার হতে হবে অনেক বড় ।

 

                                               বাধা , আর দারিদ্রোর কষাঘাতে 
                                                 থাকবো কখনো পিছনে পড়ে,
                                                         জীবন যুদ্ধে যাব লড়াই করে ।


হতে চাই আমি সেই , ওমরের মতন।
নীতি দিয়ে করেছে যে,
 অর্ধেক পৃথিবী শ্বাসন ।


হতে চাই আমি সেই , উসমানের মতন ,
টাকা আর বিত্ত দিয়ে ,
জোগাব গরিবের মণ।

খোদা মোর আশাটুকু ,করিও কবুল ।
জীবন যুদ্ধে যাব লড়াই করে ,
থাকব না কখনো পিছনে পড়ে ।
 

শুক্রবার, ১৬ জুলাই, ২০২১

র্স্মাট আমি(কবিতা)

(১ম ঢাকায় আসার পর লিখেছিলাম 2017 সনে) 

হাতে চুড়ি, গলায় দড়ি ,
এটা কোন জীবন গড়ি ? 
মনটাকে বেধে রেখে ,
শুধু আমি জিজ্ঞেস করি ।


শতশত মিথ্যা বুলি,
জিজ্ঞাসিলে উত্তরে বলি।
আরে ভাই মজা করি ।
এটা কেমন চাটুকারি ?

ভিনদেশী চিত্রের মেলা ,
সংসারে ছলচাতুরির খেলা ।
অজ্ঞ থাকলে নাকো জানা,
তুমি হচ্ছ বোকা কানা ?

বন্ধু মানে হুক্কা -গাাঁজা 
এটা আবার কোন সাজা?
না করিলে তোমার পাওয়া ,
তুমি হচ্ছ আস্থ গাধা।




(আরও আছে)

মায়ের আদর (কবিতা)

  (2013 সনের পরিবার ছেড়ে নতুন জীবন শুরু। তখন মা কে স্মরন করে কবিতাটি। উৎসর্গ আমার প্রিয় মাকে )

মা,  তুমি কেমন?
         তোমার মত কেউ আদর করে না ।


মা, তুমি কোথায় ?
            তোমার মত কেউ খুজে না ।

মা, তুমি কি অসুস্থ ?
           তোমার মত কেউ জিজ্ঞেস করে না।


মা , তুমি খেয়েছ ?
          তোমার মত কেউ খাইয়ে দেয় না।


মা, দেখ না কি হয়েছে?
              তোমার মত কেউ আদরমাখা হাত বুলায় না ।

 মা , তুমি কি ঘুমাবে ?
            তোমার মত কেউ পাশে বসে না ।


মা , আমি কি যাব ?
             তোমার মত কেউ নিষেধ করে না ।

মা , ওরা খেলে ,
            কেউ যেতে বলে না ।

মা , আমি চলে যাই ,
   তুমি আর কেদো না ।

মা, শোন একটা কথা ,
      আমি তোমাকে কখনো ভুলে যাবো না ।



 

ভালবাসি তোমায় (কবিতা )

 (এই কবিতাটি 2012 সনে ‍ এস এস সি পরিক্ষার অবসরে লিখেছিলাম । যা আমি আমার ভালবাসাকে উৎসর্গ করলাম )



কতদিন হলো দেখিছি তোমায় ?
কতবার বলো দেখিছি তোমায় ?
কি ভাব তুমি আমায় নিয়ে ?

আমার জন্য আছে কি তোমার ভাবনা !
সারাক্ষন শুধু এমন উত্তর জানতে চায় মন ।

কালো ভোমড় উত্তরে বলে ,
“হায়রে মানব , তোর প্রেয়সী কেমন ?
প্রজাপতি শুনল কথা দিয়ে তার শ্রবণ।
উত্তরে বলিল ,“ও ভোমড় ভাই , তোমার প্রশ্ন কেন এমন ,
তুমি জান না “মানবের মনে আছে যে কত প্রেম ”
প্রেয়সী তাহার বুঝেও যে থাকে অবুঝের মতন ।

এমন সময় সুর্য মামা হাসিয়া উঠিয়া কহে ,
তোমার এমন ভাবনা চিন্তা আর নহে ।
ভালবাসার সৃষ্টি হয় মরন নাহি হয় তবে ,
তোমার প্রেয়সী তোমারই আছে থাকবে চিরকালভবে ।


এই শাত্বনা নিয়ে যে ভাই এলাম চাদের কাছে
চাঁদকে বলি ওভাই চাঁদ,“থাকো তুমি সারাক্ষন হাসি নিয়ে মুখে ,
তাহলে কি , ওদের কথা সত্যি হবে তবে  “
চাঁদ বলে , “কখনো দেখিনি পরাজয় .
মনে রেখ ভাই , মহাকাল থেকে হয়েছে ভালবাসার জয়।


আমার শয়নে স্বপনে শুধু ভাবনা যে একটাই ,
ভালবাসি তোমায় ।ভালবাসি তোমায় । ভালবাসি তোমায়।

The Vicious circle of Developing country AND Middle class Family

[বি. দ্র : প্রবন্ধটি চলমান, উক্ত প্রবন্ধটিকে পরবর্তীতে সাজিয়ে আরও সাবলীল করা এবং আরো অনেক গুরুত্বপূর্ণ বিষয় সাথে সংযুক্ত করা হবে] Lives, j...